মাঘী পূর্ণিমা তিথিতে মেনে চলুন এইসব নিয়মগুলি, আর্থিক সমস্যা থেকে পাবেন চিরতরে মুক্তি
Odd বাংলা ডেস্ক: ভারতীয় সংস্কৃতিতে প্রতিটি পূর্ণিমার আলাদা আলাদা গুরুত্ব ও মহিমা রয়েছে। তবে এর মধ্যে মাঘী পূর্ণিমার একটা বিশেষ উল্লেখযোগ্য ভুমিকা রয়েছে। মনে করা হয় এই মাঘী পূর্ণিমার দিনেই স্বর্গত পূর্বপুরুষরা এবং দেবতারা মর্ত্যে নেমে আসেন।
কথিত আছে মাঘ মাসে দেবতারা পৃথিবীর বুকে নেমে আসেন। এমনটাও বলা হয় যে এই বিশেষ দিনে দেবতারা প্রয়াগে স্নান করে থাকেন। আর এই বিশেষ দিনে আপনার মনোষ্কামনা পূরণের জন্য কী কী করবেন তা জেনে নিন-
১) এই বিশেষ দিনে দান করা খুবই পূণ্যের কাজ বলে মনে করা হয়। সাধ্যমতো যে কোনও জিনিস এই দিনে দান করুন। দানের মাধ্যমেই একমাত্র পূণ্যলাভ সম্ভব। বাড়িতে আসা ভিক্ষুককে এই দিন কোনও ভাবেই খালি হাতে ফিরিয়ে দেবেন না। কিছু না কিছু তাঁকে দান করুন।
২) এই দিন সকালে গঙ্গাস্নান করা অত্যন্ত পূণ্যের। চবে গঙ্গাস্নান করা সম্ভব না হলে, কোনও নদী বা পুকুরে স্নান করুন। এতে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হয়।
৩) এই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে নদীর জলে ভাসিয়ে দিন। সব মঙ্গল হবে।
৪) মাঘী পূর্ণিমার দিন সকালে একটি পাত্রে হলুদ, সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার ওপরে একটি স্বস্তিকা আঁকুন। এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও শুভ কোনও খবর।
৫) বিশেষ এই দিন লক্ষ্মীদেবীর সামনে ১১টি কড়ি-সহযোগে হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজোর শেষে কড়িগুলি একটি লাল চেলিতে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন।
৬) মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে উপবাস রেখে সন্ধেবেলায় লক্ষ্মীদেবীর আরাধনা করলে সংসারে কখনও অভাব দেখা দেয় না। সেইসঙ্গে বৃদ্ধি পায় ধন সম্পদ।
৭) লক্ষ্মীর আরাধনার সঙ্গে এই দিন বিষ্ণুদেবের আরাধনা করলেও পূণ্য অর্জন সম্ভব। যাঁরা অত্যন্ত আর্থিক সমস্যায় ভুগছেন, তাঁরা এই দিন সত্যনারায়ণ ও লক্ষ্মীদেবীর পুজো করুন। শুভ ফল পাবেন।
Post a Comment