বাজারে ছেয়ে গিয়েছে জাল ২০০০ টাকার নোট, কীভাবে চিনবেন


Odd বাংলা ডেস্ক: মুম্বইয়ে ২০০০ টাকার জাল নোট ধরেছ পুলিশ ৷ জানা গিয়েছে, পাকিস্তান থেকে দুবাই হয়ে মুম্বই নিয়ে আসা হয়েছিল ২৩ লক্ষ টাকার মূল্যে ২০০০ টাকার জাল নোট ৷ পুলিশের তরফে জানানো হয়েছে যে আসল নোট অত্যন্ত খুতিয়ে দেখার পর নকল নোট তৈরি করা হয়েছে ৷ যার জেরে সহজেই কোনও সাধারণ মানুষের পক্ষে দেখে তা বোঝা প্রায় অসম্ভব ৷  ২০১৬ সালে নোট বাতিলের পর সরকার ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট নিয়ে এসেছিল বাজারে ৷ 

সেই সময় বলা হয়েছিল যে নোটের সিকিউরিটি এত উচ্চমানের যে তা সহজে নকল করা সম্ভব নয় ৷ কিন্তু গত কয়েকদিন নকল নোট ধরা পড়ার ঘটনা সামনে এসেছে ৷ তাই সতর্ক হয়ে নিন আর জেনে নিন ঠিক কী কী দেখলে বুঝতে পারবেন যে আপনার ব্যাগে থাকা ২০০০ টাকার নোট আসল না নকল ৷ নোটটি লাইটের সামনে রাখলে তার খালি অংশ ২০০০ লেখা দেখা যাবে ৷ চোখের সামনে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে ২০০০ লেখা দেখা যাবে ৷ মাঝখানে মহাত্মা গান্ধির ছবি থাকবে ৷ ছোট শব্দে RBI ও ২০০০ লেখা থাকবে ৷ সিকিউরিটি থ্রেডে ভারত, RBI, ২০০০ লেখা থাকবে ৷ নোট হাল্কা করে ভাঁজ করলে সিকিউরিটি থ্রেডের রঙ সবুজ থেকে নীল হয়ে যাবে ৷ গ্যারেন্টি ক্লজ, গর্ভনরের স্বাক্ষর, প্রমিস ক্লজ ও আরবিআই-এর লোগো ডান দিকে থাকবে ৷ মহাত্মা গান্ধির ছবি ও ইলেকট্রোটাইপ (২০০০) ওয়ারটার মার্ক থাকবে ৷ উপরে সবচেয়ে বাঁ দিকে ও নীচের সবচেয়ে ডান দিকে লেখা নম্বর বাঁ দিক থেকে ডান দিকে বাড়তে থাকবে সাইজে ৷ এখানে লেখা নম্বর ২০০০ এর রঙ বদলাতে থাকে ৷ ডান দিকে অশোক স্তম্ভ রয়েছে ৷
Blogger দ্বারা পরিচালিত.