করোনা ভাইরাস আবিষ্কর্তা নিজেই মারা গেলেন সেই ভাইরাসে


Odd বাংলা ডেস্ক: ইনিই প্রথম ডাক্তার, যিনি মারণ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্ক করেছিলেন৷ সেই ডাক্তারেরও জীবন থামিয়ে দিল করোনাই৷ এই চিনা ডাক্তারের নাম লি ওয়েনলিয়াং৷ করোনাভাইরাস যে শীঘ্রই মহামারির আকার নিতে চলেছে, ডিসেম্বরে লি সতর্ক করেছিলেন৷
৩৪ বছরের লি ওয়েনলিয়াংয়ের মৃত্যু হয়েছে ইউহানে৷ চিনের এই প্রদেশ থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে৷ সবচেয়ে বেশি মৃতের সংখ্যাও ইউহানেই৷ চিনের ৮ জন ডাক্তার প্রথম সতর্ক করেন, করোনা ভাইরাস মহামারির আকার নিতে চলেছে৷ সেই ৮ জনের মধ্যে লি-ও একজন৷
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় লি-এর হৃদস্পন্দন থমে যায়৷ প্রথম যখন ইউহানে একজনের মৃত্যু হয়, লি সতর্ক করেছিলেন, এই ভাইরাস কিন্তু মারাত্মক৷ বহু মানুষের মৃত্যু হবে৷ কারণ তাঁর হাসপাতালে ৭ জন রোগী ভর্তি হয়েছিল, তাঁদের SARS ভাইরাসের মতো অসুস্থতা ছিল৷ চিনের জনপ্রিয় মেসেজিং অ্যাপ WeChat-এ একটি গ্রুপে বোমাটি ফাটান লি৷ জানিয়ে দেন, এই ভাইরাস মারাত্মক৷ মুহূর্তে লি-এর মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় গোটা চিনে৷
চিনে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৬৩০ জন৷ ২৮ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা৷
Blogger দ্বারা পরিচালিত.