করোনাভাইরাস বিদায় নেবে কবে, ভবিষ্যতবাণী করলেন মার্কিন প্রেসিডেন্ট


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯০০। চিনে এই মারণ ভাইরাস কার্যত মহামারির আকার ধারণ করেছে। এই মৃত্যু মিছিলের শেষ কোথায় তা কারওর জানা নেই। কিন্তু এই মৃত্যু মিছিলের শেষ কোথায় তা কেউ জানেনা। কিন্তু করোনাভাইরাসেরল শেষ কবে হবে তা নিয়ে ভবিষ্যতবাণী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্টের দাবি এপ্রিলের প্রবল দাবদাহেই হাওয়া হয়ে যাবে করোনাভাইরাস। এদিন সাংবাদিকদের সাক্ষাতকার দেওয়ার সময় তিনি বলেন, সাধারণত তীব্র গরমের ফলেই যেকোনও ভাইরাস মরে যায়। তাই করোনাও আগামী এপ্রিলে নিজে থেকেই কাবু হবে। 

এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত ৪০,০০০ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রেই ১২জন এই ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে। তবে করোনা প্রতিরোধ প্রসঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর ভূয়ষী প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ভাইরাস প্রতিরোধে প্রেসিডেন্ট জিনপিং খুবই আত্মবিশ্বাসী, যে আগামী এপ্রিলের তীব্র গরমে এই ভাইরাস বিদায় নেবে। 
Blogger দ্বারা পরিচালিত.