সুখবর! কলকাতার রাস্তায় আবার চলবে দোতলা বাস


Odd বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গ পরিবহণ সচিব এনএস নিগম জানিয়েছেন যে পরিবহণ দফতরের তত্ত্বাবধানে এই দোতলা বাসের কাঠামো অভ্যন্তরীণভাবে প্রস্তুত করা হয়েছে এবং এর মধ্যে দুটি বাস পরিষেবা দেওয়ার জন্যে একেবারে প্রস্তুত। তিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "এগুলি হুড-খোলা গাড়ির ধাঁচে ছাদ-খোলা বাস হবে। প্রাথমিকভাবে দুটি বাস রাস্তায় নামানো হবে। যদি এগুলি ঠিকভাবে পরিষেবা দিতে পারে তবে আমরা আরও বেশি বাস তৈরির কথা নিশ্চয়ই ভাববো।" আপাতত উন্মুক্ত-ছাদের দুটি ডাবল ডেকার বাস পরিষেবার জন্য রাস্তায় নামাতে চলেছে রাজ্য পরিবহণ দফতর, একথাও জানান পরিবহণ সচিব এনএস নিগম।
Blogger দ্বারা পরিচালিত.