দুই সিভিক ভলেন্টিয়ারকে শুঁড়ে পেঁচিয়ে মারার চেষ্টা করল হাতি
Odd বাংলা ডেস্ক: হাতির আক্রমণ থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুজন সিভিক ভলেন্টিয়ার l ঝাড়গ্রাম শহরে বৃহস্পতিবার নাইট ডিউটি সেরে ঝাড়গ্রাম ব্লকের সিমলির জঙ্গল পথ দিয়ে তাদের বাঁকশোল গ্রামে ফিরছিলেন যতীন্দ্রনাথ মাহাতো ও সত্যজিৎ মাহাতো নামে দুই সিভিক ভলেন্টিয়ার l
সেই সময় ওই জঙ্গলে একটি হাতি তাদের সামনে এসে পড়ে l হাতিটি শুঁড় দিয়ে তাদের ধরার চেষ্টা করলে, মোটর সাইকেল ব্যাগ ও হেলমেট ফেলে কোনও রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন ওই দুই সিভিক ভলেন্টিয়ার l হাতিটি এরপর তাদের মোটরসাইকেল ও হেলমেট পা দিয়ে গুঁড়িয়ে দেয় l গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে সিমলির গভীর জঙ্গলে তাড়িয়ে দেয় l
Post a Comment