ব্যাঙ্কে FD আছে? কতটা সুরক্ষিত আপনার টাকা
Odd বাংলা ডেস্ক: ব্যাঙ্কেও কী আপনার টাকা সুরক্ষিত রয়েছে ? বাজেট ২০২০-তে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন যে কোনও কারণে যদি ব্যাঙ্ক ডুবে যায় তাহলে অ্যাকাউন্ট হোল্ডারদের ৫ লক্ষ টাকা সুরক্ষিত থাকবে ৷ অ্যাকাউন্ট হোল্ডারদের জমা টাকায় ডিপোজিট ইনস্যুরেন্স বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ৷ এর আগে ১৯৯৩ সাল ডিপোজিট ইনস্যুরেন্স বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছিল ৷ এর প্রায় ২৭ বছর অঙ্কটি ৫ গুণ বাড়ানো হল ৷ DICGC এই বিষয়ে সমস্ত ব্যাঙ্ককে জানিয়ে দিয়েছে ৷ তাতে বলা হয়েছে প্রতি ১০০ টাকায় প্রিমিয়াম বাড়িয়ে ১২ পয়সা করে দেওয়া হয়েছে ৷ ১ এপ্রিল ২০২০ থেকে শুরু আর্থি বছরে বার্ষিক প্রিমিয়াম ১০ পয়সা থেকে বাড়িয়ে ১২ পয়সা করা হয়েছে ৷
৫ লক্ষ টাকার ডিপোজিট ইনস্যুরেন্স প্রতি অ্যাকাউন্ট হোল্ডার প্রত্যেক ব্যাঙ্ক অনুযায়ী পাবেন ৷ একজন ব্যক্তির যদি একই ব্যাঙ্কের একাধিক শাখায় অ্যাকাউন্ট থাকে তাহলে সমস্ত অ্যাকাউন্ট মিলিয়ে ৫ লক্ষ টাকায় সুরক্ষিত থাকবে ৷ তবে আলাদা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে তাহেল প্রত্যেক ব্যাঙ্কের অ্যাকাউন্টের জন্য ৫-৫ লক্ষ টাকা করে পাবেন ৷
Post a Comment