ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে সুরক্ষা বাহিনিতে যোগ দিল ৫টি দীর্ঘ লেজবিশিষ্ট বানর! কিন্তু কেন


Odd বাংলা ডেস্ক: সোমবারই ভারতে দুদিনের সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তবে সুরক্ষা দফতরের তরফে যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা হল বাঁদর। 

আগ্রায় যাঁরা গিয়েছেন তাঁরা সকলেই জানেন যে, সেখানে বাঁদরের উপদ্রব চোখে পড়ার মতো। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প থাকাকালীন যাতে এই বিষয়ক কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর সেই ব্যবস্থাই দারুণ অভিনব। বাঁদর তাড়াতে বাঁদরেরই সাহায্য নিল সুরক্ষা বাহিনি। সুরক্ষা বাহিনীর তরফে পাঁচটি লঙ্গুর (লম্বা লেজযুক্ত বানর) নিযুক্ত করেছে।

প্রসঙ্গত, আগামী ২৪ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাজমহল সফরে যাবেন। 
Blogger দ্বারা পরিচালিত.