১২ বছর পর পর ফোটে যে ফুল


Odd বাংলা ডেস্ক: ফুল প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন। ফুল ভালোবাসার প্রতীক। প্রতি বছরই নতুন করে গাছে গাছে ফুল ফোটে। কিন্তু প্রকৃতিতে এমন একটি গাছ আছে যে গাছে ফুল ফুটে ১২ বছর পর পর। এমনই একটি ফুলের সন্ধান পাওয়া গেছে ভারতের পশ্চিমঘাট পর্বতমালায়। 

সেখানে নীলকুরিঞ্জি নামের নীল রঙের এক অদ্ভুত ফুল আছে যা ১২ বছর পর পর ফুটে। এ এলাকার আদিবাসীদের কাছে নীলকুরিঞ্জি শুভবার্তার প্রতীক। এর বৈজ্ঞানিক নাম স্ট্রোবিল্যান্থেস কুনথিয়ানা। এই ফুলটি ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যের নীলগিরি পাহাড়ে বেশি পাওয়া যায়। স্থানীয়দের কাছে এটি কুরুঞ্জি নামেও পরিচিত। নীলকুরিঞ্জি ফুল প্রায় ২৫০ প্রজাতির হয়ে থাকে । এর মধ্যে শুধু ভারতের বিভিন্ন জায়গায় ৪৬টির মতো প্রজাতি দেখতে পাওয়া যায়। 

ফুলটির বৈশিষ্ট্য:  

  • এই ফুলটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ১২ বছর পর পর ফুটা। 
  • ফুলটি দেখতে অনেকটা ঘন্টার মতো। 
  • ফুলগুলো যখন ফুটে তখন নীল-বেগুণি রঙ্গের গালিচার মতো মনে হয়। ফুলগুলো সাধারণত থোকায় থোকায় ফোটে। 
  • কুঁড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত প্রতিনিয়ত রং বদলাতে থাকে। 
  • ফুলের এরকম নান্দনিক পরিবর্তন দেখার জন্য দেশ-বিদেশর পর্যটকরা ভীড় করেন এখানে। নিজের মাতো করে প্রকৃতিকে উপভোগ করতে চান তারা।
Blogger দ্বারা পরিচালিত.