ডোনাল্ড ট্রাম্পের আগমনে 'অহিংসা' গান বাঁধলেন অস্কারজয়ী এ আর রহমান


Odd বাংলা ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি ভারতের মাটিতে পা রেখেছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। দুদিনের ঝটিকা সফরে তাঁদের সঙ্গে এসেছেন প্রেসিডেন্ট-এর মেয়ে এবং জামাইও। আর মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান বেঁধে ফেলেছেন তাঁর নতুন গান। 

গানের নাম 'অহিংসা'। প্রসঙ্গত, গানটি ২০১৯-এর নভেম্বরে তৈরি করা হয়েছে। একটি কনসার্টে এই গানটি গেয়েওছিলেন রহমান। এ আর রহমানের সঙ্গে বোনো, দ্য এজ, অ্যাডাম ক্লেটন ও ল্যারি মুলান জুনিয়ার এই গানটিতে সঙ্গত করেছেন। 

রইল সেই গান- 


Blogger দ্বারা পরিচালিত.