প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু


Odd বাংলা ডেস্ক: প্রখ্যাত রাজনীতিক তথা শিক্ষাবিদ কৃষ্ণা বসু প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে খবর। ভর্তি ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে।গত চার-পাঁচদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে দীর্ঘ লড়াইয়ের অবসান। শনিবার সকাল ১০ট ২০ মিনিট নাগাদ জীবনাবসান হয় প্রবীণা এই রাজনীতিক তথা শিক্ষাবিদের। 

কৃষ্ণা বসু হলেন নেতাজী সুভাষচন্দ্র বসুর বড় দাদা শরত্‍ চন্দ্র বসুর পুত্রবধু অর্থাত্‍ শিশির বসুর স্ত্রী। ১৯৩০ সালের ২৬ ডিসেম্বরে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যাবয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হয়ে পরে কলকাতার সিটি কলেজে ৪০ বছর শিক্ষকতা করেন। ইংরেজি বিভাগের প্রধানের দায়িত্ব এবং দীর্ঘ আট বছর কলেজের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

পরবর্তীকালে রাজনীতির ময়দানেও কাজ করেছিলেন তিনি। যাদবপুর কেন্দ্র থেক তিনবারের সাংসদ থেকেছেন তিনি। রাজনীতিক হওয়ার পাশাপাশি একজন শিক্ষাবিদও ছিলেন তিনি। তাঁর প্রয়ানে দুঃখের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। 

Blogger দ্বারা পরিচালিত.