স্বামী কংগ্রেস ঘেঁষা, তবু সীতারমন যোগ দিয়েছিলেন বিজেপিতে, আজ তার পরীক্ষা
Odd বাংলা ডেস্ক: সম্প্রতি শিল্পপতি ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর দু’টি প্রাক্-বাজেট বৈঠকেই অনুপস্থিত ছিলেন সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়া সত্ত্বেও। গত ৫ জুলাই তাঁর প্রথম বাজেট পেশের আগেও প্রধানমন্ত্রীর প্রাক্-বাজেট বৈঠকের একটিতেও দেখা যায়নি তাঁকে। বস্তুত, জুলাই বাজেটের পর সীতারামনকে যতটা সমালোচনার মুখে পড়তে হয়েছে তেমনটা সম্প্রতি কোনও অর্থমন্ত্রীকে হয়নি। কর্পোরেট সংস্থাগুলির কর কমানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা বাজেটে অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল, সেই ঘোষণাগুলিই তাঁকে করতে হয়েছে অগস্ট-সেপ্টেম্বর মাসে বাজেটের পর। বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে থাকা নিয়ে অক্টোবর মাসে মোদী সরকারের তীব্র সমালোচনা করেন নির্মলার স্বামী পারাকালা প্রভাকরও। প্রভাকরের পরিবার কংগ্রেস ঘেঁষা হলেও সীতারামন বিজেপিতে যোগ দেন ২০০৪ সালে এবং সেই থেকে তাঁর এই অর্থমন্ত্রীর পদে উন্নীত হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল প্রয়াত অরুণ জেটলির। জেটলির অবর্তমানে নর্থব্লকের অলিন্দে এবং বিজেপি দলের ভিতরে এখন জোর জল্পনা শুরু হয়েছে, সীতারামনকে সরিয়ে শীঘ্র অন্য কাউকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। সেটা হলে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে শনিবারের বাজেটই সীতারামনের শেষ বাজেট হতে পারে। তাই, শনিবার বাজেট প্রস্তাবে সীতারামনকে অ-সাধারণ কিছু ভাবতে হবে যাতে শ্যামও থাকে, কুলও রক্ষা হয়।
Post a Comment