গান্ধী হত্যার ছবি লাগানো বাজেট পেশ বিধানসভায়
Odd বাংলা ডেস্ক: এবার গান্ধী হত্যার ছবি দিয়েই বাজেট শুরু। কেরলে শুক্রবার রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী টমাস আইজ্যাক। সেই ভাষণেও এল নাগরিকত্ব আইনের কথা। তাঁর বাজেট নথির কভারেই ছিল গান্ধীহত্যার ছবি। আইজ্যাক বলেন, এই ছবিটি শিল্পী টম বাত্তাকুঝির আঁকা। এর মাধ্যমে সারা দেশের কাছে আমরা একটা বার্তা পাঠাতে চাই। তা হল আমাদের রাজ্য সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। টমাস বলেন, “আমরা সারা দেশকে জানাতে চাই, মহাত্মা গান্ধীর ঘাতকদের কথা আমাদের মনে আছে। তারা ছিল হিন্দু সাম্প্রদায়িকতাবাদী। এখন যে দলটি কেন্দ্রে ক্ষমতায় আছে, তারা সেই হত্যাকারীকে শ্রদ্ধা করে।”
Post a Comment