সুখবর! ২১ বছর হলেই মেয়েরা পাবে ২১ লাখ টাকা, স্কিম মোদীর

এই কেন্দ্রীয় সরকারের যোজনার ফলে আপনারা আপনাদের কন্যা সন্তানদের তৈরি করতে পারবেন এক উজ্জ্বল ভবিষ্যৎ।আপনার কন্যা সন্তান থাকলে আপনিও আসতে পারবেন এই যোজনার আওতায়।
যে কোন ব্যাংকে আপনি টাকা রাখলে তা থেকে আপনি সুদ পান খুবই সামান্য।কিন্তু এই প্রকল্পের আওতায় এলে আপনি ৮.৫শতাংশ সুদের হার পাবেন।
আপনার বাড়িতে কোন শিশু কন্যা জন্মালেই আপনি এই যোজনার আওতায় আসতে পারবেন।তাছাড়া যদি কোন সন্তান দত্তক নেন তাহলেও এই যোজনার আওতায় আসতে পারবে।আপনি যদি মাসিক ৩০০০ টাকা করে এই যোজনায় রাখেন তাহলে আপনার কন্যা সন্তানের ২১ বছর হলেই আপনি পেয়ে যাবেন ২১ লক্ষ টাকা।অর্থাৎ টাকা দিতে হবে ১৫ বছর কিন্তু কন্যার বয়স ২১ বছর পুরনো হলেই তবেই এই টাকা পাওয়া যাবে।
মাসিক ৩000 টাকা করে জমা দিলে বাৎসরিক আপনার জমছে ৩৬০০০ টাকা এবং এইভাবে আপনি ১৫ বছর দিলে আপনার মোট সঞ্চিত অর্থ হল ৫.৪০ লাখ টাকা।কিন্তু সেখানে আপনি পাচ্ছেন ২১ লক্ষ টাকা।
তবে এই যোজনার আওতায় আসতে গেলে আপনাকে কিছু শর্তাবলী মানতে হবে।যেমন……
১.এই অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই শিশু কন্যা জন্মের সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
২.শিশু কন্যার।১০ বছর বয়স অবধি এই যোজনার আওতায় আসতে পারবেন।
৩.শিশু কন্যার বয়স ১৮ বছর হলে ৫০% টাকা তোলা যাবে।
৪.কন্যার বয়স ২১ বছর হওয়ার পর টাকা যদি না তোলেন গচ্ছিত অর্থের কোন ওষুধ পাবেন না। টকবাজ ডট কম থেকে 
Blogger দ্বারা পরিচালিত.