অবিশ্বাস্য! বিশ্বের অন্যতম বিষধর সাপকে গিলে নিল এই ব্যাঙ, কী হল তারপর
Odd বাংলা ডেস্ক: এই পৃথিবীর বুকে কত কিছুই না ঘটে। তবে ব্যাঙ কিনা গিলে খেল আস্ত সাপ! এমন ঘটনা কি কেউ শুনেছেন! সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে। অস্ট্রেলিয়ারহ ক্যুইন্সল্যান্ড রাজ্যে এক সবুজ রঙের ব্যাঙ গিলে নিল একটি বিষধর সাপকে!
সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে জানা গিয়েছে সাপটিকে একাধিকবার কামরায় ব্যাঙটি! কিন্তু তা সত্ত্বেও ব্যাঙটি বহাল তবিয়তে বেঁচে রয়েছে! আরও জানা যায় যে, ব্যাঙটি কোস্টাল তাইপেন প্রজাতির একটিল সাপকে গিলে নিয়েছে। প্রসঙ্গত, কোস্টাল তাইপেন বিশ্বের বিষধর সাপের মধ্য অন্যতম।
স্নেক টেক অ্যাওয়ের কর্নধার জ্যামি চ্যাপেল জানিয়েছেন, তাঁর কাছে এক মহিলার ফেন আসে, যিনি তাঁকে জানান যে, তাঁর বাড়ি থেকে ওই বিষধর সাপ নিয়ে যাওয়ার কথা। এরপরই তিনি আরও জানান যে, একটি ব্যাঙ ওই সাপটিকে কামড়ে ধরেছে। এরপর চ্যাপেল ঘটনাস্থলে পৌঁছলে তিনি দেখেন যে, ব্যাঙটি সাপটিকে পুরোপুরি গিলে নিয়েছে! এরপর তিনি ব্যাঙটিকে নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, এই ভেবে যে ব্যাঙটি সরীসৃপটি কে উগরে দিতে পারে!
তবে অবিশ্বাস্য এই ঘটনার সাক্ষী থাকতে পেরে হতবাক নেটিজেনরা। পোস্টটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Post a Comment