যৌন উত্তেজনা বাড়াতে প্রতিদিনের খাবারে থাক এই কয়েকটি খাবার


Odd বাংলা ডেস্ক: প্রতি রাতে আপনি চান আপনার সঙ্গীকে সেই তাঁর কাঙ্খিত সুখটা দিতে। কিন্তু আপনি জানেন কি, আপনি যদি আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় এইসব খাবারগুলি রাখেন, তাহলে আপনি আপনার সঙ্গীকে সেই সুখ দিতে পারবেন স্বতঃস্ফূর্তভাবেই। 

১) পালং শাক- পালং শাকে আছে প্রচুর পরিমানে ফোলেট, যা রক্ত চলাচল সঠিক রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত যৌন উত্তেজনা পাওয়ার আশায় অতিরিক্ত কখনওই খাবেন না। পরিমান মতো খান পালং শাক খান, ফল পাবেন ম্যাজিকের মতো।

২) লেটুস পাতা- তিদিনের খাদ্য তালিকায় স্যালাডে খান লেটুস পাতা। কারণ, এই পাতায় রয়েছে এক বিশেষ রাসায়নিক যা সেক্স্যুয়াল হরমোন সক্রিয় করতে সাহায্য করে। তাই সুফল পেতে নিয়ম করে লেটুস খান।

৩) ব্রকোলি- ব্রকোলি খুবই সহজলভ্য আজকাল। ব্রকোলিতে রয়েছে ভিটামিন সি, যা শরীরে রক্ত চলাচলের জন্য উপকারী। এটি সঙ্গমের সময় বিশেষভাবে সহায়ক। সেই বিশেষ মুহূর্তে বিশেষ অঙ্গে রক্ত সরবরাহ বজায় রাখার জন্য ব্রকোলি খান।

৪) আদা- বিশ্বাস না হলেও আদাও কিন্তুযৌন উত্তেজক। শরীরের উষ্ণতা ধরে রাখতে আর হৃদযন্ত্রের ছন্দ বহাল রাখতে আদার জুরি নেই। রাতে শোওয়ার আগে তরকারিতে বা নিছকই কাঁচা আদা খান। বা প্রতিদিন সকালে এক কাপ আদা-চা খান, ফল পাবেন তোখে পড়ার মতো। 
Blogger দ্বারা পরিচালিত.