শেরওয়ানি-পাগড়ি পরে নাচ-গান করে ভোট দিতে এলেন বর! দেখুন ভিডিও
Odd বাংলা ডেস্ক: সকাল থেকে দিল্লির বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটকেন্দ্রগুলিতে সাধারণ মানুষের লাইন রীতিমতো জানান দিচ্ছে যে, ভোট নিয়ে কতখানি উৎসাহী সাধারণ মানুষ। উদ্দীপনা এতটাই তুঙ্গে যে বর তাঁর বরযা্তরী নিয়ে চলে এসেছেন ভোট দেবেন বলে।
দিল্লির একটি প্রাথমিক বিদ্যালয়ের ভোটের বুথে শেরওয়ানি-পাগড়ি পরে বর এসেছেন ভোট দিতে। তার সঙ্গে বুথে উপস্থিত হয়েছেন সমগ্র বরযাত্রীও। যদিও বরের কোনও পরিচয় পাওয়া যায়নি। তবে বর-এর সঙ্গে সমগ্র বরযাত্রীর মধ্যে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা নিয়ে যে উদ্দীপনা রয়েছে তা প্রকাশ্যে এসেছে একটি ভাইরাল ভিডিও-এর মাধ্যমে।
দেখুন সেই ভিডিও-
#DelhiElections2020— Amandeep Singh ਅਮਨਦੀਪ ਮਿਂਘ (@journoaman) February 8, 2020
A groom and his family wait for their turn outside a polling booth at Shakarpur. (For cameras they danced well) pic.twitter.com/Jowl8JfowX
দিল্লিতে ভোটারের সংখ্যা প্রায় ১.৪৭ কোটি। ভোটাধিকারর প্রয়োগের ক্ষেত্রে যে যে বিষয়গুলি সবার আগে উঠে আসছে তা হল- বিশুদ্ধ পানীয় জলেপ লভ্যতা, ভর্তুকিযুক্ত বিদ্যুৎ, ধর্মীয় মেরুকরণ, শিক্ষা এবং অন্যান্য বিষয়গুলি। কার দখলে থাকবে রাজধানী তা জানা যাবে ১১ ফেব্রুয়ারি।
Post a Comment