শনিদেব-রাহু-কেতু, সকলেই তুষ্ট হবেন এই একটি মাত্র উপাদানে, জানেন কী সেটি
Odd বাংলা ডেস্ক: সনাতনী ধর্ম অনুসারে বলা হয়, কালো তিল নাকি একাধিক দোষ থেকে মুক্তি দিতে পারে। দোষমুক্ত জীবন সর্বদাই সুন্দর ও রঙিন হয়। শাস্ত্রানুসারে তাই কালো তিলকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই কালো তিল।
১) যে ব্যক্তির জীবনে শনির সাড়ে সাতি দশা চলছে, তিনি যদি প্রতি শনিবার নদীতে কালো তিল ভাসিয়ে দেন, তাহলে এই দোষ থেকে মুক্তি পেতে পারেন।
২) পাত্রে জল আর কালো তিল নিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে সমস্ত সমস্যা থেকে মিলবে রেহাই।
৩)রাহু-কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে কালো তিল দান করার নির্দেশ দেয় সনাতন ধর্ম।
৪) একটি পাত্রে কালো তিল ও জল নিয়ে প্রতি অমাবস্যায় সূর্যদেবের উদ্দেশে নিবেদন করুন, এটি পিতৃদোষ থেকে বাঁচতে সাহায্য করে।
৫) প্রতি শুক্রবার নদী বা কুয়োতে এক মুঠো কালো তিল ফেললে ধনসম্পতি লাভ করবেন।
৬) আপনার যদি নজর লেগে থাকে, তাহলে কালো তিল মুঠোয় ভরে যার নজর লেগেছে, তার মাথা থেকে পা পর্যন্ত পর পর সাত বার স্পর্শ করান, নজর কেটে যাবে।
৭) আপনার কুণ্ডলীতে যদি শনি অশুভ স্থানে অবস্থান করে, তাহলে সর্ষের মধ্যে কালো তিল দিয়ে শনিদেবের উদ্দেশে অভিষেক করুন। জীবন থেকে শনির যাবতীয় কুপ্রভাব দূর হবে।
Post a Comment