জামাকাপড় থেকে স্যাঁতসেঁতে ভাব ও দুর্গন্ধ দূর করুন এই সহজ উপায়ে


Odd বাংলা ডেস্ক: বসন্তকালে এ যেন অকাল বর্ষা। সঙ্গে স্যাঁতসেঁতে ভাব। যার ফলে জামাকাপড়ে একটা অদ্ভূত সোঁদা গন্ধ আর সেইসঙ্গে ছত্রাকের উপদ্রব। এই অকাল বর্ষণে জামাকাপড় শুকোনো নিয়ে অনেক সমস্যা হয়। সমস্যা এড়াতে মেনে চলুন এইসব নিয়মগুলি- 

১) কাপড় কাচার পদ্ধতির উপর নজর দিন। যে অংশে ময়লা বেশি থাকবে সেটি বেশি করে পরিষ্কার করতে হবে যাতে সেখানে জীবাণু বা ছত্রাক কোন রকম বাসা না বাঁধতে পারে।

২) কাপড় কাচার সময় তা বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন এবং তারপর ভাল করে ডিটারজেন্ট পাউডার বা লিক্যুইড ডিটারজেন্ট মেশানো জলে ভাল করে ধুয়ে নিন।

৩) বর্ষায় সূর্যের দেখা মেলে না, তাই ঘরের মধ্যেই জামাকাপড় শুকোন। তবে ফ্যানের নীচে না শুকিয়ে স্বাভাবিক তাপমাত্রায় শুকোনোর চেষ্টা করুন। 

৪) জামাকাপড় পুরোপুরি শুকিয়ে এলে আলমারিতে ন্যাপথলিন দিয়ে রাখুন। 
Blogger দ্বারা পরিচালিত.