দ্যা হোপ ডায়মন্ড: যে কিনে নিয়ে যায়, তারই মৃত্যু হয়
Odd বাংলা ডেস্ক: সম্ভবত এটিই বিশ্বের সবচে বিখ্যাত রত্ন। কথিত আছে এই হিরার ওপর একজন ধর্মযাজক অভিশাপ দিয়েছিলেন এরকম যে এই হিরার সংস্পর্শে আসবে সেই অভিশাপগ্রস্ত হয়ে পড়বে। এই কাহিনী সত্য না মিথ্যা সে হিসেব কষার আগে জেনে রাখুন, বাস্তবিকই যে কেউ এই হিরার সাথে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত ছিলো তাদের জীবনে নেমে এসেছিলো দুর্ভাগ্যের কালো ছায়। এমনকি যে ব্যক্তি এই হিরাটা চুরি করেছিলো সে কয়েকদিনের মধ্যে জ্বরে ভুগে মারা যায়। এই হিরাটা দীর্ঘদিন ফরাসিদের অধীনে ছিলো। সেখানে যে সব পরিবারের কাছে এই হিরাটা ছিলো তাদের সবাই জটিল সব রোগে ভুগেছে, এমনকি অনেকের অপঘাতে মৃত্যুও হয়েছে।
নানা দুর্ঘটনার পর এই হিরাটি জাদুঘরে দান করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যে ব্যক্তি এই হিরাটা স্মিথসোনিয়ান মিউজিয়ামে নিয়ে গিয়েছিলো সে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এমনকি তার বাড়িও আগুনে পুড়ে যায়।
Post a Comment