অস্ট্রেলিয়ার দাবানল কেড়েছে লক্ষ কোটি প্রাণ, আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছে এই প্রাণীটি!
Odd বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার দাবানলের রেশ যেন কাটছেই না। দাবানলের গ্রাসে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে প্রায় এক লক্ষ কোটি প্রাণী। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন এমন কিছু প্রজাতির প্রাণী যারা এমনিতেই সংখ্যায় খুব কম ছিল, তারা পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এই দাবানলের জেরে। যাদের আর কোনওদিনও খুঁজে পাওয়া সম্ভব নয়।
তবে একদিকে যেমন কোটি কোটি প্রাণ পুড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, অন্যদিকে তীব্র দাবানলের মধ্যেও কিন্তু স্বমহিমায় বেঁচে রয়েছে বিশেষ প্রজাতির একধরণের স্লাগ। ফ্লুরোসেন্ট পিঙ্ক রঙের এই স্লাগগুলি বিশেষত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস-এর মাউন্ট কাপুতার ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়। যার জন্য এই প্রাণীগুলি মাউন্ট কাপুতার স্লাগস নামে পরিচিত। তবে এই অঞ্চলই কিন্তু দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে জীবিত রয়েছে প্রায় ৬০টির মতো মাউন্ট কাপুতার স্লাগস।
জানা গিয়েছে, এইসব জীব কোয়ালা বা ওয়ালাবির মতো চতুর নয় ঠিক, কিন্তু বাস্তুতন্ত্রের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তাদের বাসস্থান কিন্তু যথেষ্ঠভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে দুঃখের বিষয় এটাই যে কয়েকটি বেঁচে থাকলেও এদের মধ্যে প্রায় ৯০ শতাংশই দাবানলের কারণে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।
Post a Comment