এক চিমটে নুনই বয়ে আনতে পারে সৌভাগ্য, জেনে নিন কীভাবে


Odd বাংলা ডেস্ক: হিন্দু শাস্ত্রে নুনকে পবিত্র বলে ধরা হয়। বলা হয় এক চিমটে নুনই নাকি ফিরিয়ে আনতে পারে সৌভাগ্য। সংসারে এনে দিতে পারে সুখ-শান্তি। জানেন কীভাবে-  

  1. হাতের মুঠোয় নুন রেখে দিন। এবার সেই নুন সমেত হাত ধুয়ে নিলেই ভাগ্যের দেখা মিলবে।
  2. ঘরের বিভিন্ন জায়গায় একটি পাত্রের মধ্যে করে সামান্য নুন রেখে দিন। এতেও সৌভাগ্য আপনার সদা-সঙ্গী হয়ে উঠবে। 
  3. শৌচাগারে একটি পাত্রে করে নুন রাখে দিন। শাস্ত্র মতে এমনটা করলেও সৌভাগ্য আপনার সঙ্গী হবে। 
  4. ঘর মোছার আগে এক চিমটে নুন সেই বালতির জলে মিশিয়ে নিন। ওই জল দিয়ে ঘর মুছলে নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করতে পারবে না। 
  5. ভাগ্য সঙ্গ না দিলে সামান্য নুন একটা জিপার প্যাকেটে ভরে নিজের সঙ্গে রাখুন। জ্যোতিষশাস্ত্র বলে, এমনটা করলে নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরে পালাবে। 
  6. অফিস হোক বা বাড়ি যেখানে বসে কাজ করছেন, তার তার আশপাশে নুন ছড়িয়ে রাখুন। নেগেটিভ এনার্জি আপনার কাছে ঘেঁষতে পারবে না। 
Blogger দ্বারা পরিচালিত.