বাড়িতে মাকড়সার উৎপাত? মাকড়সা তাড়াতে মেনে চলুন সহজ এই ঘরোয়া উপায়


Odd বাংলা ডেস্ক: বাড়িতে মাকড়সার উপদ্রপ কি খুব বেড়ে গিয়েছে, ঘরের আনাচে কানাছে যেদিকেই চোখ পড়ে, সেখানেই মাকড়সার জাল, আর তা পরিষ্কার করতে করতে অতিষ্ট হয়ে উঠেছেন আপনি? কিন্তু সেই অর্থে বাজারে উপলব্ধ মাকড়সা তাড়ানোর ওষুধ সেই অর্থে কাজ করে না। তাই আজ আপনাদের জন্য রইল মাকড়সা তাড়ানোর ঘরোয়া সহজ উপায়।

মাকড়সা তাড়ানোর জন্য ভিনেগার খুবই ভাল উপকরণ। কারণ ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যার গন্ধ পেলেই মাকড়সা ওই এলাকা ছেড়ে পালাবে। এর জন্য প্রথমে ১ কাপ সাদা ভিনেগার এবং ১ কাপ জল ভাল করে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। যেখানে মাকড়শার উপদ্রব বেশি সেখানে বেশি করে স্প্রে করুন। ফল পাবেন হাতে-নাতে।

আর একটি অব্যর্থ উপকরণ হল এসেন্সিয়াল অয়েল। মাকড়সা তাড়াতে এসেন্সিয়াল অয়েল যে কি দারুণ কাজ করে তা আপনি ভাবতেও পারবেন না। র' এসেন্সিয়াল অয়েল একটি স্প্রে বোতলে ভরে ঘরের আনাকে-কানাচে স্প্রে করুন। স্প্রে করুন বইয়ের তাক, কিচেন সেল্ফ-এও। দেখবেন নিমেশেই গায়েব হবে মাকড়শা। 
Blogger দ্বারা পরিচালিত.