আঁচিলের হাত থেকে চিরতরে মুক্তি পেতে চান? সমাধান রয়েছে এই কচি পাতায়
Odd বাংলা ডেস্ক: আম সবারই খুব পছন্দের ফল। তাছাড়া আম স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। তবে শুধু আমই নয়, এর পাতাও বেশ উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রে আমপাতার অনেক উপকারিতার কথা জানানো হয়েছে।
এতে রয়েছে ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান। আঁচিল নিরাময়ে আমপাতা খুব কার্যকরী। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে এই পাতা ব্যবহারের ফলে আঁচিল নিরাময় সম্ভব-
- প্রথমে কিছু কচি আমপাতা পুড়িয়ে কালো করে নিন।
- এবার এই পোড়া আমপাতাগুলো গুঁড়া করে নিন।
- তারপর এতে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
- এবার এই মিশ্রণটি আঁচিলে লাগান।
- দেখবেন খুব দ্রুত আঁচিল সেরে যাবে।
Post a Comment