বিয়ের পর বেনারসির ঠাঁই আলমারিতেই! জেনে নিন বেনারসির যত্ন নেবেন কীভাবে...
Odd বাংলা ডেস্ক: বিয়ের বেনারসি সেই অর্থে খুব একটা পরা হয় না। খুব কাছের আত্মীয়ের বিয়ে ছাড়া সারা বছর সেগুলির ঠাঁই হয় আলমারিতেই। কিন্তু জানেন কি বেনারসি, চান্দেরি, টিস্যু- প্রভৃতি শাড়িরও বিশেষ দেখভালের প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই আজ আপনাদের দেব এমন কিছু টিপস যা মেনে চললে আপনার বিয়ের বেনারসি-সহ যাবতীয় শাড়ি যত্নে রাখার টিপস...
১) বেনারসি বা সিল্কের কাপর মসলিন কাপরে মুড়িয়ে রাখুন, এতে তা ভাল থাকবে, দূরে থাকবে ধূলো-বালি থেকেও।
২) এইসব শাড়ি কখনওই ধাতবে হ্যাঙারে রাখা উচিত নয়, মরচের দাগ লেগে যেতে পারে। যদি হ্যাঙ্গার ব্যবহার না করেন তবে একটার উপর আরেকটা রাখতে পারেন। তবে অতিরিক্ত ভাঁজ করবেন না, বেশি ভাঁজ দিলে কাপর কিংবা কারুকাজের সেলাই একটার সঙ্গে আর একটা লেগে যেতে পারে। ফলে শাড়ি নষ্ট হয়ে যেতে পারে।
৩) ডিটারজেন্ট কখনওই নয়, বরং ড্রাই ক্লিনিং করান। তবে এর বিকল্প হিসাবে শ্যাম্পু কিংবা শ্যাম্পু ও ডিটারজেন্টের মিশ্রণ ব্যবহার করতে পারেন।
৪) শাড়ি সরাসরি সূর্যের আলোয় না শুকোনোই ভাল। এতে রঙ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
৫) শাড়ি থেকে তেলের দাগ তুলতে ধোয়ার আগে ট্যালকম পাউডার ও সামান্য ডিটারজেন্ট দাগে উপর ঘষে নিতে পারেন।
৬) শাড়িতে যদি ভারি কারুকার্য করা থাকে তাহলে শাড়ি সর্বদা উল্টা করে ভাঁজ করুন।
৭) শাড়ি সবসময় মৃদু থেকে মাঝারি তাপমাত্রায় ইস্ত্রি করবেন। অতিরিক্ত তাপ দিলে শাড়িতে ছাপ পড়ে যেতে পারে।
৮) পোকামাকড় থেকে বাঁচাতে শাড়ির আশপাশে ন্যাপথালিন বল না দিয়ে বরং তার জায়গায় রেখে দিন শুকনো নিম পাতা।
৯) দামী শাড়িতে কখনওই সরাসরি পারফিউম ব্যবহার করবেন না, এতে স্থায়ী দাগ পড়ে যেতে পারে।
Post a Comment