৩ মিনিটে ৩০ বার ওঠবোস করলেই বিনামূল্যে টিকিট দেবে ভারতীয় রেল!
Odd বাংলা ডেস্ক: শিরোনাম পড়ে অবাক হলেন তো? অবাক হওয়ারই কথা। আসলে আমরা অনেক সময়েই তাড়াহুড়ো করে বা অনেক সময়ে টাকা বাঁচাতে রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য প্লাটফর্ম টিকিট কিনি না। কিন্তু মনে হয় ভারতীয় রেল এবার এই সমস্যার সমাধান পেয়েই গেছে।
দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে একটি স্কোয়াট কিয়স্ক বসিয়েছে ভারতীয় রেল। আপনি যদি ৩ মিনিটে ৩০বার ওঠবোস করতে পারেন তাহলে বিনামূল্যে একটি প্লাটফর্ম টিকিট পেয়ে যাবেন।
हम फिट तो इंडिया फिट— Ministry of Railways (@RailMinIndia) February 21, 2020
एक्सरसाइज से हों फिट, मुफ्त मिले प्लेटफार्म टिकिट
To encourage fit India Program, Indian Railways has installed Squat machine at Anand Vihar Railway Station in Delhi.
If you perform 30 squats in180 secs, you are eligible for free platform ticket pic.twitter.com/tsjV73wzFb
রেলপথ মন্ত্রকের তরফে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবককে আনন্দ বিহার রেল টার্মিনাসে ফ্রি প্ল্যাটফর্মের টিকিট পেতে স্কোয়াট করছে এবং শেষে একটি প্লাটফর্ম টিকিটও পেয়েছে। রেল মন্ত্রকের এই অনন্য উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। প্রসঙ্গত, ২০১৯-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া ফিট ইন্ডিয়া আন্দোলনের প্রচারের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।
Post a Comment