ভারতে বড় আকার ধারন করতে পারে করোনা ভাইরাস, বলছে মার্কিন গোয়েন্দা সংস্থা


Odd বাংলা ডেস্ক: ভারতে করোনাভাইরাসের সংক্রমণ যে কোনও মুহূর্তেই বড় আকার ধারণ করতে পারে৷ এমনটাই মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি৷ কী ভাবে তার মোকাবিলা করা হবে, ভারতের চিকিৎসা পরিকাঠামো ইত্যাদি বিষয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে এই সংস্থার শীর্ষকর্তারা৷
ভারতে এ যাবৎ তিন পড়ুয়ার দেহে নোবেল করোনা ভাইরাসের সন্ধান মিলেছে৷ তিন জনেই কেরলের বাসিন্দা৷ দিন কয়েক আগেই ‘এক্সপেক্টেড গ্লোবাল স্প্রেড অফ দ্যা নোবেল করোনা ভাইরাস’নামের একটি সমীক্ষায়ও দেখা গিয়েছিল ভারতে করোনার প্রকোপ বাড়তে পারে৷ পাশাপাশি পাকিস্তানে নতুন করে এই জীবানু থাবা বসানোয় কপালে ভাঁজ পড়েছে ওই গোয়েন্দা সংস্থার৷
শুধু ভারত পাকিস্তানই নয়, ইরানের ওপরেও নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি৷ ইরানে স্বয়ং স্বাস্থ্য প্রতিমন্ত্রীই করোনায় আক্রান্ত৷ মার্কিন প্রশাসন স্পষ্টই মনে করছে করোনা আটকাতে ব্যর্থ ইরান৷ এই বিষয়ে তারা বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে মার্কিন হাউজ অফ রিপ্রেসেন্টিটিভে৷
Blogger দ্বারা পরিচালিত.