পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতার ১৩ জন ভারতীয় নৌসেনা! তদন্ত জারি


Odd বাংলা ডেস্ক: শত্রুপক্ষকে গোপন তথ্য সরবরাহ করার অভিযোগে ১৩ জন ভারতীয় নৌসেনাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত ওই ১৩জন নৌসেনা পাকিস্তনি গুপ্তচর হিসাবে কাজ করছিল। 

সম্প্রতি একটি সর্বভারতয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, অভিযুক্ত ওই ১৩ জন নৌসেনা সোশ্যাল মিডিয়ায় কিছু সংবেদনশীল খবর প্রকাশিত করেছিল। আর তার পরি ধরা পড়ে য়ায় তারা। অভিযুক্তদের সংশ্লিষ্ট নৌঘাঁটি মুম্বই, করোয়ার (কর্ণাটক) এবং বিশাখাপত্তনম থেকে তোলা হয়েছে। 

নৌবাহিনির তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে এমন সন্দেহভাজন আরও কেউ থাকতে পারে কি না সেই নিয়ে তদন্ত জারি রয়েছে।  
Blogger দ্বারা পরিচালিত.