করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের পথে ভারতীয় বংশোদ্ভূত এই বৈজ্ঞানিক
Odd বাংলা ডেস্ক: প্রায় ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে প্রায় ৩১,০০০ মানুষ। মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত মারা গিয়েছেন ৬৩৬ জন।
তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভুত বৈজ্ঞানিক। প্রফেসর এসএস ভাসান খুলে দেওয়ার চেষ্টা করছেন এক নয়া দিগন্ত। নোভেল করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের পথে তিনি কয়েক কদম এগিয়ে গিয়েছেন।
প্রফেসর ভাসান এবং তাঁর টিম মেলবোর্নের দোহার্টি ইন্সটিটিউটে এই বিষয়ে একটা বিরাট অগ্রগতি লাভ করেছে। দোহার্টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভাইরাসটিকে মানুষের নমুনা থেকে সনাক্ত করতে পেরেছে। তাঁরা আরও জানিয়েছেন, তাঁদের গবেষণা এই মারণ ভাইরাসের বৈশিষ্ট্য নির্ধারণে সক্ষম হবে। গবেষণার লক্ষ্য হল নতুন করোনভাইরাস সম্পর্কে আরও স্পষ্ট চিত্র গড়ে তোলার, যার মধ্যে দিয়ে বোঝা যাবে কীভাবে আর ঠিক কত সময়ের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ে শ্বাসযন্ত্রের উপর এটি প্রভাব ফেলে এবং কীভাবে এটি সংক্রামিত হচ্ছে- তা বোঝা যায়।
Post a Comment