ট্রেনে ঘুমিয়ে পড়েন? চিন্তা নেই এবার ঘুম থেকে তুলে দেবে ভারতীয় রেল
Odd বাংলা ডেস্ক: সারা রাত ট্রেন জার্নি করলে সকাল সকাল ঘুম ভাঙতে সময় লাগে, বা হয়তো সঠিক সময়ে ঘুম না ভাঙার জন্য ট্রেন প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়। তার জন্য হয়তো প্লাটফর্মই মিস হয়ে যেতে পারে। কিন্তু এবার আর এরকম কোনও সমস্যায় পড়তে হবে না আপনাকে। এর জন্য আপনার প্রয়োজন শুধুমাত্র আপনার মোবাইল ফোন।
ভারতীয় রেল-এর নিয়ে এল ওয়েক আপ কল-এর নয়া পরিষেবা। এই পরিষেবা অনুসারে রেল যাত্রার সময় মাঝরাতে বা একেবারে ভোররাতে যদি পড়ে আপনার গন্তব্যের স্টেশন তখনই কাজে দেবে আহপনার মোবাইল ফোন। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন, ভারতীয় রেল যাত্রীদের মোবাইলে পাঠিয়ে দেবে ওয়েক আপ অ্যালার্ম। যার ফলে রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন যাত্রীরা।
কীভাবে পেতে পারবেন এই পরিষবা? এন জন্য আপনার ফোন থেকে ১৩৯ নম্বরে পিএনআর নম্বর থেকে কোন স্টেশনে নামার রয়েছে, এসটিডি কোডের সমস্ত তথ্য দিতে হবে। এরপর ভারতীয় রেল আপনাকে নির্দিষ্ট সময় থেকে আধ ঘণ্টা আগেই আপনাকে ঘুম থেকে ডেকে দেবে ভারতীয় রেলের অ্যালার্ম। ভারতীয় রেল-এর এই নয়া পরিষেবায় যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছে রেল মন্ত্রক।
Post a Comment