বেসরকারিকরণের আগে শেষ সুযোগ, LIC-র এই খাতে করুন বীমা


Odd বাংলা ডেস্ক: সূত্রের খবর অনুযায়ী এলআইসির জীবন বিমান পাশাপাশি হাজির হয়েছে একটি স্বাস্থ্যবীমা (Insurance)। এবং সেই খাতে বিনিয়োগ করলে আপনি পেতে পারেন বেশ ভাল সুযোগ। 

১) ‘জীবন আরোগ্য’ এই স্বাস্থ্য বিমা প্রকল্পটি সুরক্ষিত রাখবে আপনার পুরো পরিবারকে৷ একটি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন আপনার পরিবারের প্রত্যেক সদস্য৷

২) সাধারণের ক্ষেত্রে প্রকল্পভুক্ত হওয়ার বয়সসীমা থাকছে ১৮-৬৫ বছর৷ অভিভাবকদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮-৭৫ বছর পর্যন্ত৷ এই প্রকল্পের জন্য শিশুদের বয়স হতে হবে কমপক্ষে ৯১ দিন৷ সর্বোচ্চ হতে পারে ১৭ বছর৷

৩) প্রকল্পটির মধ্যে রোগীরা পাবেন একাধিক সুবিধা৷ যার মধ্যে উল্লেখযোগ্য হল- নগদের সুবিধা, দিনের পরিচর্যাপ জন্য বিশেষ সুবিধা, গুরুত্বপূর্ণ অস্ত্রোপ্রচার এবং আম্বুলেন্স পরিষেবা ইত্যাদি৷

৪) প্রকল্পটির মধ্যে কোন রকম লোনের সুবিধা পাবেন না রোগীর পরিবার৷

৫) এই প্রকল্পের অন্তর্গত শিশুরা অন্য কোন নতুন স্বাস্থ্য বিমা প্রকল্পের অংশ হওয়ার সুযোগ পাবেন৷

৬) গ্রাহক প্রাথমিক দৈনন্দিন লাভের মধ্যে থেকে পছন্দের অপসনটি বেছে নেওয়ার সুযোগ পাবেন৷

৭) প্রকল্পটির মধ্যে রোগী দিনের যাবতীয় পরিচর্যা, অস্ত্রোপ্রচার সহ একাধিক সুবিধা ভোগ করতে পারবেন৷
Blogger দ্বারা পরিচালিত.