যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত আসামী জেলে বসে পড়েই পাশ করলেন MBBS, জানুন তাঁর কাহিনি


Odd বাংলা ডেস্ক: আদতে একজন দাগী আসামী। কিন্তু স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। তাই ১৪ বছরের কারাবন্দি জীবনও তাঁকে তাঁর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি কর্ণাটকের কালাবুরগীর আফজালপুরার বাসিন্দা সুভাষ পাতিল। বছর ৪০-এর সুভাষ পাতিল  ১৯৯৭ সালে এমবিবিএস পড়ার সময় একটি হত্যা মামলায় কারাগারে আটক করা হয় তাকে। 

সুভাষ পাতিলের কথায়, '১৯৯৭ সালে আমি এমবিবিএস-এ যোগ দিয়েছিলাম। তবে ২০০২ সালে একটি খুনের মামলায় জেল হয় আমার। তবে করাগারে থাকার সময়েই আমি ওপিডিতে কাজ করেছি। কারাগারে তাঁর ভাল আচরণের জন্য তাঁকে ২০১৬ সালে মুক্তি দেওয়া হয়। এরপর ২০১৮ সালে আমি এমবিবিএস শেষ করি।'

প্রসঙ্গত চলতি মাসের শুরুতে ডাক্তার পাতিল এমবিবিএস ডিগ্রি অর্জনের জন্যে এক বছরের যে বাধ্যতামুলক ইন্টার্নশিপ করতে হয়, তা শেষ করলেন। ২০০২ সালে এমবিবিএস কোর্সে তৃতীয় বর্ষে পড়ার সময়ে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। ২০০৬ সালে আদালত তাকে যাবজ্জীবন কারদণ্ডে দণ্ডিত করে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ডাক্তার হবেন। কিন্তু কারাগারের বন্দি দশায় থেকেো নিজের স্বপ্ন পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে অবশেষ সফল হয়েছেন তিনি। 
Blogger দ্বারা পরিচালিত.