আবারও সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিহত এক নিরীহ মানুষ


Odd বাংলা ডেস্ক: শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে আবারও একবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। আর সেই কারণেই প্রাণ গেল এক নিরীহ মানুষের। 

সেনাবাহিনী সূত্রে খবর, শাহপুর ও কার্নি সেক্টরে গোলাগুলি চালানোর কারণে পাকিস্তানের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে ভারতীয় সেনার তরফেও এর উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। এর আগের দিন অর্থাত বৃহস্পতিবার পুঞ্চ জেলায় জঙ্গি ঘাঁটিগুলি থেকে অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। 

৩৯ রোমিও ফোর্সের সঙ্গে পুলিশ বাহিনি পুঞ্চের কুনাইয়ানে  বাহিনির রাষ্ট্রীয় রাইফেল ট্রুপ এবং এবং বিশেষ অপারেশন গ্রুপ একটি তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসীদের একটি আস্তানা থেকে অস্ত্র এবং গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছিল। যার মধ্যে ছিল একটি একে ৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি চিনা পিস্তল এবং একটি পিস্তল পত্রিকা। পুঞ্চ থানায় দায়ের হয়েছে এফআইআর। 
Blogger দ্বারা পরিচালিত.