আবার STING OPERATION, এবার পশ্চিমবঙ্গের এই মন্ত্রীর VIDEO প্রকাশে চাঞ্চল্য


Odd বাংলা ডেস্ক: নারদা (Narada) কাণ্ডের পর ফের স্টিংয়ের ঘায়ে বিদ্ধ তৃণমূল। একটি বেসরকারি চ্যানেলে রাজ্যের দুই শাসক দলের মন্ত্রীকে ঘুষ নেওয়ার ছবি দেখানো হয়। এবং বুধবার বিকেলে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির কৈলাশ বিজয়বর্গী। দেখুন সেই স্টিং অপারেশনের ভিডিও।

        

বুধবার বিজেপির রাজ্য সদর দফতরে এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন বিজেপির কৈলাস বিজয়বর্গী। 


Blogger দ্বারা পরিচালিত.