কনের শাড়ি খুবই নিম্নমানের! সেজন্য বিয়েই ভেঙে দিল পাত্রের বাবা-মা!


Odd বাংলা ডেস্ক: বিয়ের আসর ছেড়ে চলে গেল বর। ভেঙে গেল বিয়ে। কারণ জানলে অবাক হবেন আপনিও।সমস্যার সূত্রপাত হয় কনের শাড়ি দিয়ে। বিয়েতে কনে যে শাড়িটি পরেছিলেন তা পছন্দ হয়নি বরের বাবা-মায়ের। তাই ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে চাননি ওই দম্পতি। আর সেই কারণেই বাবা-মায়ের কথাতেই বিয়ে ভেঙে দিল বর। 

নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাসানে। পাত্র রঘুকুমারের সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল পাত্রী সঙ্গীতার। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেয় দুই পক্ষ। কিন্তু বিয়ের দিনই উল্টো সুর গায় পাত্রপক্ষ। 

কনের বাবা-মা যে শাড়ি পরিয়ে তাঁদের মেয়েকে বিয়ের পিড়িতে বসিয়েছিল, সেই শাড়ি পছন্দ হয়নি পাত্রের বাবা-মায়ের। তাঁদের মতে ওই শাড়ি খুবই নিম্ন মানের। আর সেই কারণেই কনের শাড়ি বদলে দেওয়ার কথা বলে বরের বাবা-মা, স্বভাবতি বিষয়টি তাঁদের কাছে খুবই অপমানজনক বলে মনে হওয়ায় তারা এই দাবি মেনে নেননি। আর এই কারণেই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেয় বরের বাবা-মা এবং সেই সিদ্ধান্তে রাজ হয় পাত্রও! এরপরই সঙ্গীতার পরিবার রঘুকুমারের পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
Blogger দ্বারা পরিচালিত.