জলের পাইপ দিয়ে বেরিয়ে আসছে মদ! গন্ধে টিকতে পারছেন না আবাসনের বাসিন্দারা, হলটা কী


Odd বাংলা ডেস্ক: ছিল জল, হয়ে গেল মদ। কেরলের ত্রিশূর জেলার সলোমন অ্যাভিনিউ ফ্ল্যাটের বাসিন্দাদের বাড়িগুলি রাতারাতি যেন পাবে পরিণত হয়েছে। বিশ্বাস না হলেও ঘটনাটি কিন্তু সত্যি। জানা গিয়েছে, তাদের বাড়ির সকলের পাইপ লাইন দিয়ে জলের বদলে বের হচ্ছিল মদ!

প্রথমে এই ঘটনায় কার্যত ঘাবড়ে যায় এক পরিবার। তারপর একে অপরের বাড়ির খোঁজ নিয়ে জানা যায় ১৮টি পরিবারে ট্যাপের জলের পাইপ দিয়ে অ্যালকোহল প্রবাহিত হয়েছে। এরপর ফ্ল্যাটের বাসিন্দারা স্থানীয় প্রশাসনকে খবর দেয়। তাঁদের অভিযোগ বাড়িতে মদের গন্ধে টেকা যাচ্ছে না। কিন্তু তাদের সেই অভিযোগে একেবারেই আমল দেয়নি প্রশাসন।

কিন্তু খবর ছড়িয়ে পড়তেই সকলের মনে একটাই প্রশ্ন ওঠে যে, জলের লাইনে মদ এল কীভাবে। জানা যায়, ওই ফ্ল্যাটের সংলগ্ন একটি পানশালা ছিল। আইনি ফাঁদে পড়ে ছয় বছর আগেই বন্ধ হয়ে যায় ওই পানশালা। এরপর আদালতের নির্দেশ অনুসারে মদ বাজেয়াপ্ত করার করার সময় ঘটে বিপত্তি। জানা যায় ৬ হাজার লিটার মদ ছিল সেখানে। সেইসব বোতলগুলি উদ্ধার করে সেগুলি নষ্ট করার কথা ছিল। 

কিন্তু ফেলে দেওয়ার পর পানশালার ওই মদ সংলগ্ন ওই আবাসনের কুয়োতে গিয়ে মিশে যায়। আর সেই কুয়ো থেকে পাম্পে করে তোলা জলের সঙ্গে উঠে আসে মদ। আর সেই মদ জলের পাইপ বেয়ে পৌঁছে যায় আবাসনের ঘরে ঘরে। আপাতত ১৮টি পরিবারের জন্য জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছে প্রশাসন। আর এই ঘটনায় কার্যত হইচই পড়ে গিয়েছে চারিদিকে। 
Blogger দ্বারা পরিচালিত.