পরিমিত মদ্যপান কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভাল! বিশ্বাস না হয়, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: অতিরিক্ত পরিমাণে মদ্যপান শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। প্রতিদিন লাগামছাড়া মদ্যপান করলে হৃদরোগ, কোলেস্টরল এবং ফ্যাটি লিভারের মতো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু জানেন কি আপনি যদি পরিমিত মদ্যপান করেন তাহলে তার সুবিধা অনেক। জেনে নিন সেগুলি-
- ভদকা- অনেকেই হয়তো জানেন না যে, দাঁতের যন্ত্রণা উপশমে দারুন কাজ করে ভদকা।
- বিয়ার- মস্তিষ্কের কার্য ক্ষমতা বৃদ্ধি করতে পরিমিত পরিমাণে বিয়ার খাওয়া যেতে পারে।
- হুইস্কি- অনেকেই নিশ্চয় জানেন না যে ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে হুইস্কি।
- টেকিলা- কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে টেকিলা।
- রেড ওয়াইন- রেড ওয়াইন অনেকেই পছন্দ করেন। জানেন কি হাইপার টেনশনের সমস্যা কাটিয়ে উঠতে বিশেষভাবে সাহায্য করে রেড ওয়াউন।
- ব্র্যান্ডি- আপনি কি বয়সের ছাপ ত্বকে পড়তে দিতে চান না। বা আপনার যৌবনকে ধরে রাখতে চান আজীবনের জন্য। তাহলে পরিমিত পরিমাণে খান ব্র্যান্ডি।
- রাম- গলায় ব্যথা, বা ঠান্ডা লাগার কারণে গলার ইনফেকশনে কষ্ট পাচ্ছেন। আপনার সম্সযার সমাধান করতে পারে রাম।
- শ্যাম্পেইন- পরিমিত পরিমাণে শ্যাম্পেইন পান করলে তা আপনার হৃদযন্ত্র ভাল রাখতে বিশেষভাবে সাহায্য করে।
Post a Comment