বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জেনে নিন ২০২০-র মাঘী পূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচী
Odd বাংলা ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও কিন্তু মাঘী পূর্ণিমা ভীষণই গুরুত্বপূর্ণ। অন্যান্য সব পূর্ণিমার থেকে মাঘী পূর্ণিমা কিন্তু আলাদা গুরুত্বের দাবি রাখে। তাই জেনে নিন এবছরের মাঘী পূর্ণিমার সময়সূচী এবং নির্ঘণ্ট।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
পূর্ণিমা আরম্ভ হবে ২৪ মাঘ ১৪২৬, শনিবার। (ইংরাজি তারিখ: ০৮/০২/২০২০)। ঠিক বিকেল ৪:০২ মিনিট থেকে। পূর্ণিমার নিশিপালন হবে ২৪ মাঘ ১৪২৬, শনিবার (ইংরেজি তারিখ: ০৮/০২/২০২০)।
পূর্ণিমা শেষ হবে ২৫ মাঘ ১৪২৬, রবিবার। (ইংরেজি তারিখ: ০৯/০২/২০২০)। সময় ঠিক দুপুর ০১:০৩ মিনিটে।
পূর্ণিমার উপবাস রাখতে হবে ২৫ মাঘ ১৪২৬, রবিবার (ইংরেজি তারিখ: ০৯/০২/২০২০)।
Post a Comment