করোনা ভাইরাসে আর বেশিক্ষণ বাঁচবে না জেনে মা-মেয়ের কান্না, ভাইরাল ইন্টারনেটে
Odd বাংলা ডেস্ক: এত কাছে থেকেও ছুঁয়ে দেখতে পারছে না। মায়ের জন্য আনা খাবার যে হাতে তুলে দেবে সেই সুযোগও নেই। শুধু মাত্র কয়েক হাত দূর থেকে হাসপাতালে মাকে দেখে আসা ছাড়া, আর কোনও উপায় নেই মেয়ের। আলিঙ্গন তো দূরের কথা। চীনে মা-মেয়ের উড়ন্ত আলিঙ্গন ও কান্নার একটি আবেগঘন দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে এখন কাঁদছে গোটা বিশ্ব।
প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে চীনের একাধিক শহরের নিয়মিত কার্যক্রম শিথিল হয়ে পড়েছে। বিধি-নিষেধ শুধু সেখানকার বাসিন্দাদেরই করা হয়নি।
হাসপাতালে যারা কর্মরত রয়েছেন তাদের বাড়ি যাওয়া এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এমন অবস্থায় চীনের ঝোকৌয়ের এক হাসপাতালে লি হাইয়ান নামে এক নার্সের সঙ্গে দেখা করতে এসেছেন তার ছোট্ট মেয়ে। মেয়েকে কাছে পেয়েও বুকে টেনে নিতে পারেননি মা। মেয়েও মাকে এসে জড়িয়ে ধরতে পারেনি। ওই মুহূর্তের ভিডিও ক্যামেরা বন্দি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া।
ভিডিওতে দেখা যাচ্ছে, বাচ্চাটি তার মাকে কাঁদতে কাঁদতে প্রশ্ন করছে কবে আবার সব আগের মতো হবে মা?
সে বলছে, ‘মা আমি তোমাকে অনেক মিস করছি।’
উত্তরে মা বলছেন, ‘আমি দৈত্যর (করোনা ভাইরাস) সঙ্গে লড়াই করছি। তাদের মেরেই আবার ফিরে আসবো। তখন বাড়ি ফিরে যাবো।’
একথা বলার পরই অঝোরে কাঁদতে থাকেন মা-মেয়ে। এরপর দূর থেকে আলিঙ্গনের ভঙ্গিমায় হাত বাড়ান মা। মেয়েও দেখে তাই করে। এরপর একটি বাটিতে খাবার রেখে চলে যায় মেয়ে। আর চোখের পানি মুছতে মুছতে খাবারের বাটি হাতে তুলে হাসপাতালের ভিতরে ঢুকে যান মা।
Post a Comment