মাধ্যমিক: বাংলা পরীক্ষার TOP 5 লাস্ট মিনিট টিপস
Odd বাংলা ডেস্ক: জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছো তোমরা। আর তাই কয়েকটি কথা তোমাদের বলে রাখা দরকার। আজ প্রথম ভাষার পরীক্ষা। আর সেখানেই বাংলা ভাষাকে যাঁরা প্রথম হিসেবে নির্বাচন করেছ তাদের জন্য এই সেরা ১০টি টিপস:
১) সিরিয়াল মানতে গিয়ে জানা উত্তর ছেড়ে আসবে না। প্রশ্নপত্র পাওয়ার পরেই মনে মনে ঠিক করে নাও কোনটা সবচেয়ে ভাল লিখতে পারবে এবং যেগুলো আন্দাজে লিখবে সেগুলোকে শেষের দিকে রাখো।
২) কোটেশনের ব্যবহার: বাংলা ভাষায় অলঙ্কার যোগ করার অধিকার তোমার আছে। এটা তোমাদের মাতৃভাষা। চেষ্টা করবে যে কোন বড় প্রশ্নের উত্তরে কোটেশন ব্যবহার করার। মানে সেই কবিতা বা গল্প সম্পর্কে না হলেও অসুবিধা নেই।
৩) হাতের লেখা কিন্তু সুন্দর না হলেও স্পষ্ট করে লিখবে। ভুল হলে ২ টা বা ৩টে লাইন দিয়ে কাটবে। সেটার চারিদিকে কালি ঘঁষে ঘঁষে ডিজাইন করার কোনও দরকার নেই। মার্জিন অবশ্যই দেবে।
৪) নিজের ভাষা বলে যত্নহীন হওয়াটাও কিন্তু ঠিক নয়। তাই বানানের ক্ষেত্রে একটু সাবধান থাকা ভাল।
৫) সম্পুর্ন মানের উত্তর দিয়ে আসবে। কোনও প্রশ্ন ছেড়ে দিও না। প্রশ্ন অ্যাটেম্পট করার জন্যও কিন্তু নম্বর পাওয়া যায়।
Post a Comment