বিশেষ অফার: মাত্র ৩৬৬ টাকায় শিখুন নাচ, জিমন্যাস্টিক, যোগ ব্যায়াম, অভিনয়, মডেলিং, মেকআপ


Odd বাংলা ডেস্ক: আজকের এই চরম অর্থনৈতিক সঙ্কটের দিনে ভারতের কোনো প্রতিষ্ঠানে যেখানে কম টাকায় কোনো কিছু শেখা দুর্লভ  হয়ে পড়েছে সেখানে আট বছরের প্রতিষ্ঠিত  এস এণ্ড এস ইনস্টিটিউট নিজের লাভের হিসাব বাদ দিয়ে বাচ্চাদের কথা মাথায় রেখে মাত্র  ৩৬৬ টাকায়  নাচ, জিমন্যাস্টিক, যোগ ব্যায়াম, অভিনয়, মডেলিং, মেকআপ প্রভৃতি বিষয় শেখাচ্ছে এটা সত্যি প্রশংসনীয়। এছাড়া নারী দিবস সামনে তাই এই বিশেষ অফার আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং স্বনির্ভর হতে সাহায্য করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

যোগাযোগ করুন: 9051120425/ 9804252726
Blogger দ্বারা পরিচালিত.