রাগী বউদের স্বামীরা সুখি হয়, তাহলে বউকে রাগতে দিন
Odd বাংলা ডেস্ক: আপনার স্ত্রী কি খুবই রাগী? বা আপনার স্ত্রী কি অল্পতেই রাগ আপনার উপর প্রকাশ করে? হয়তো হতে পারে তিনি আপনার ভালোর জন্যই করেন । আবার হতে পারে তিনি বদরাগী ও কিন্তু এখানে বদরাগী প্রসঙ্গে নয় প্রকৃত রাগী স্ত্রীদের নিয়ে গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
রাগি স্ত্রীদের সংসার সুখের হয় এমনই বলছে গবেষণা। কিছুদিন আগে আমেরিকায় ইউনিভার্সিটির কয়েকজন প্রফেসর বিষয়টি নিয়ে প্রায় 500 জন রাগী স্ত্রীর ওপর গবেষণা চালান। সেই গবেষণায় উঠে আসে এমনই ফলাফল।
আসলে একটু মনোবিদ্যার দিকে নজর ঘোরালে দেখা যাবে যে- বেশিরভাগ স্ত্রী তাদের সমস্ত রাগের বিষয় গুলো স্বামীদের ওপর প্রকাশ করতে বেশি ভালোবাসেন। আর এমত অবস্থায় স্বামীরা যথেষ্ট অভিজ্ঞতার পরিচয় দিয়ে যদি বিষয়টিকে পর্যালোচনা করেন তবে সেই সংসারে সুখ এবং আনন্দ বেশি থাকে।
Post a Comment