সান মিগুয়েলের গুপ্তধন, যা আজও খুঁজে পাওয়া যায়নি


Odd বাংলা ডেস্ক: ১৭১৫ সালের দিকে ১১টি জাহাজ নিয়ে কিউবা থেকে দেশে ফিরছিলো স্প্যানিয়ার্ডরা। প্রতিটি জাহাজই ছিলো ধনসম্পদে ভরা। এগুলোর মধ্যে সোনা-রুপা ছাড়াও ছিলো মূল্যবান পাথর ও অলংকার। উত্তর আটলান্টিক মহাসাগরে জলদস্যুদের এড়ানোর জন্য হারিকেনের মৌসুম শুরুর আগে আগে রওনা হয়েছিলো স্প্যানিশ অভিযাত্রীরা। কিন্তু যাত্রা শুরুর মাত্র ৭ দিনের মাথায় প্রচণ্ড হারিকেনের তান্ডবে ফ্লোরিডা উপকূলের কাছাকাছি ডুবে যায় সবগুলো জাহাজই। মারা যায় এক হাজারের বেশি মানুষ। আর সাগরে হারিয়ে যায় সব সম্পদ। এর পরের চার বছরে সামান্য কিছু সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছিলো। পরবর্তীতে কিপ ওয়াগনার নামে এক গুপ্তধন শিকারী ডুবে যাওয়া ৭টি জাহাজ খুঁজে বের করেন। কিন্তু হারানো সম্পদের খুব সামান্যই উদ্ধার করতে সক্ষম হন তিনি। মনে করা হয়, সান মিগুয়েল নামে এক জাহাজে করেই নেয়া হচ্ছিলো বেশিরভাগ সাম্পদ। কিন্তু সে জাহাজ এখনো খুঁজে পাওয়া যায়নি।
Blogger দ্বারা পরিচালিত.