'আমি মুসলিম তোষণ করি না', ভারত সেবাশ্রমে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বলেন, ‘আমাদের ধর্মের বিশেষত্ব হচ্ছে বিশ্বজনীন৷ সর্বজনীন দরজা বন্ধ করার ধর্ম নয় হিন্দু ধর্ম৷ সকলকে খোলা মনে গ্রহণ করাই হিন্দু ধর্ম৷ আমরা যেন মানুষে মানুষে বিভেদ না-করি, দাঙ্গা না-করি৷ বিজেপিকে একহাত নিয়ে মমতার ধর্মের ব্যাখ্যা দেন। তাঁর কথায়, “ধর্মের নাম সভ্যতা। ধর্মের নাম একতা। ধর্মের নাম ডিভাইডেড অ্যান্ড রুল নয়।” ধর্ম সেখানেই সার্থক যেখানে ভাষণ দেয় না, সেবা করে। কিন্তু আজ যারা এগুলো বিভেদ তৈরি করছে, তাদের মাথা মরুভূমি হয়ে গেছে বলে জানান তিনি। এরপরই মমতা বলেন, “আমি না কি মুসলিম তোষণ করি! আমি মানবতাকে তোষণ করি। আমি মুসলিম তোষণ করি না’। রক্ত দিয়ে দেশকে রক্তাক্ত করা উচিত নয়।” বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভারত সেবাশ্রমে এক অনুষ্ঠানে গিয়ে মমতার বিস্ফোরক উক্তি, চাপ সৃষ্টি করে তাঁর শিকাগো সফর বাতিল করা হয়েছিল।
Post a Comment