পালিয়ে গিয়ে বা ধর্না দিয়ে নয়, নিজের প্রেমিকাকে পেতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ প্রেমিক
Odd বাংলা ডেস্ক: বাড়ির অমতে পালিয়ে গিয়ে নয়, বা প্রেমিকার বাড়ির সামনে বসে ধর্না দিয়ে নয়। বরং নিজের ভালবাসাকে সম্মানের সঙ্গে ফিরে পেতে ন্যায়বিচার প্রার্থনা করল ৫ বছরের এক যুবক। ধর্ম আলাদা তাই প্রেমিকার বাড়ি থেকে মেনে নেওয়া হচ্ছিল না ওই যুবককে। এরপর প্রেমিকার অনুরোধে নিজের মুসলিম ধর্ম ত্যাগও করেছিব ওই যুবক। কিন্তু সমস্যা থেকেই গিয়ছিল।
তাই কোনও উপায় না দেখে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। তেলেঙ্গানার এই যুবক মানবাধিকার কমিশনের কাছে গিয়ে জানিয়েছেন, দুই ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও সেই স্কুল জীবন থেকে ওই মেয়েটির সঙ্গে প্রণয়ের সম্পর্ক তাঁর। তাদের দুই পরিবার প্রাথমিকভাবে তাঁদের সম্পর্কে সম্মতি দিলেও পরে মেয়েদির পরিবার বেঁকে বসে।
শুধু তাই নয়, তাঁর সঙ্গে মেয়েটির সম্পর্ক থাকার জন্য মেয়েটির পরিবারের তরফে মেয়েটির ওপর চরম নির্যাতন করা হয়। এরপরই মেয়েটি তাঁকে ধর্মান্তরিত হতে বলে। সেইমতো নিজের ধর্মও পরিবর্তন করে নেয় সে। কিন্তু তারপরেও মেয়েটির পরিবারে কোনও বদল আসেনি। ছেলেটির সঙ্গে তাদের বাড়ির মেয়ের বিয়ে দিতে কোনওভাবেই রাজি হয়নি তাঁরা। আর এরপরই মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় ওই যুবক। যদিও মানবাধিকার কমিশনের তরফে এই বিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
Post a Comment