ভারতের এই মন্দিরে পুরুষদের প্রবেশ করতে গেলে মহিলা সাজতে হয়


Odd বাংলা ডেস্ক: হিন্দু প্রধান দেশ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে মন্দির। আমাদের দেশ বহু ভাষা বহু জাতি বহু সংস্কৃতির মিলনক্ষেত্র। লিঙ্গ ভিত্তিক কিছু বিভিন্নতা থেকেই যায়। তবে লিঙ্গ ভিত্তিক আচরণ কয়েকটা দিনের জন্য কেরালার কোল্লামের ‘কোট্টানকুলাঙ্গারা’ মন্দিরে অদেখা। কেরলের কোল্লাম শহরের কোট্টানকুলাঙ্গারা দেবীর মন্দির। এ মন্দিরে পূজিতা হন আদি শক্তির ভগবতী রূপই। মন্দিরে পুরুষ ভক্তরা আসেন মহিলাদের মতো শাড়ি-গয়না পরে। শুধু তাই নয়, রীতিমতো বড় চুলে খোঁপা করে। কথিত, এক সময়ে এই মন্দিরের স্থানে ছিল জঙ্গল। স্থানীয় রাখালরা তাদের গবাদি পশুদের এখানে নিয়ে চরাতে আসত। গরু-বাছুরদের চরতে দিয়ে তারা নিজেরা খেলে বেড়াত। সেখানে একটি বড় পাথর ছিল, যা ছিল রাখালদের সব থেকে প্রিয় খেলার বস্তু। রাখালরা নিজেদের পোশাক না পরে মেয়েদের জামা-কাপড় পরে খেলা করত বলে জানা গিয়েছে। এমনই এক দিন খেলার সময়ে সেই পাথর থেকে প্রকট হন স্বয়ং দেবী দুর্গা। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আর তার পর থেকেই নারী-বেশী পুরুষরাই দেবীকে সতুষ্ট করতে পারবেন বলে প্রচারিত হয়ে যায়।
Blogger দ্বারা পরিচালিত.