কনফিডেন্স ভাল, তাই বলে ওভার কনফিডেন্স!
Odd বাংলা ডেস্ক: দিল্লির মসনদে ফুটবে পদ্মই ৷ আজকের দিনটা বিজেপির ৷ বিজেপি সরকার গড়লে এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই ৷ ৪৮ আসন পাবে বিজেপি ৷ এমনকি ৫৫ আসন পেলেও আশ্চর্য হব না ৷’ দিল্লির ভোট গণনা শুরু হতেই ট্রেন্ড বলছে অন্য কথা ৷ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মতোই গণনার শুরুতেই প্রথম রাউন্ড শেষে এগিয়ে গেল আম আদমি পার্টি৷ বিশেষ করে ওখলা বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রেই পড়ে শাহিনবাগ, সেখানে এগিয়ে কেজরিওয়ালের দল৷ অনেকটাই পিছিয়ে বিজেপি ৷
এখনও পর্যন্ত ৭০ আসনে দিল্লি বিধানসভায় ৪৪টি আসনে এগিয়ে আপ ৷ ১৭ টি আসনে এগিয়ে বিজেপি৷ একটি আসনও পায়নি কংগ্রেস৷ ম্যাজিক ফিগার ৩৬৷ বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত এ বারও দিল্লিতে বড় জয় পেতে চলেছে আপ ৷ ১১টি জেলায় ২১টি কেন্দ্রে চলছে ভোটগণনা৷ ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ দিল্লিতে ৬৭টি আসন পেয়ে সরকার গড়েছিল৷ বিজেপি পেয়েছিল ৩টি আসন ৷ কংগ্রেস একটিও আসন পায়নি ৷
Post a Comment