ধর্ষণের পর শাস্তি এড়াতে ধর্ষিতাকে বিয়ে করতে হবে অপরাধীর! নয়া আইনে উত্তাল তুরস্ক


Odd বাংলা ডেস্ক: ধর্ষণের শাস্তি এক এক দেশে এক এক রকমের। ধর্ষণ প্রতিরোধ করতে দৃষ্টান্তমুলক শাস্তি হওয়াটা সত্যিই খুব প্রয়োজন, কারণ তা হলেই ধর্ষণের মতো জঘন্য কাজ থেকে বিরত থাকবে অপরাধীরা। 

তবে ধর্ষণ প্রতিরোধের চেষ্টা দূরে থাক। উল্টে ধর্ষিতাকে বিয়ে করার পরামর্শ দিল তুরস্ক সরকার। তুরস্ক সরকারের তরফে পাশ করা হচ্ছে এমন এক আইন যেখানে বলা হয়েছে যে, ধর্ষণের পর ধর্ষিতা নারীর সঙ্গে সারা জীবন কাটালে অর্থাৎ তাকে বিয়ে করতে হবে। আর এই বিয়েই হবে শাস্তি এড়ানোর একটা উপায়। 

অর্থাৎ তুরস্ক সরকার জানিয়েছে, নাবালিকা মেয়েকে ধর্ষণ করার পর যদি অপরাধী সেই মেয়েকে আইন মেনে বিবাহ করে তাহবে আর শাস্তি পেতে হবে না ধর্ষককে। আর স্বাভাবিকভাবেই এই আইনের তীব্র বিরোধীতা করেছে তুরস্কের সাধারণ মানুষ। পাশাপাশি দেশের একাধিক সংগঠন বিভিন্ন প্রতিবাদ আন্দোলনও গড়ে তুলেছেন। 

এই প্রসঙ্গে বিরোধী দল পিপল্‌স ডেমোক্র্যাট পার্টির তরফে বলা হয়েছে, এই আইনের ফলে বাল্যবিবাহ, ধর্ষণ, শিশু নির্যাতনকে একপ্রকার আইনসম্মত ঘোষণা করে দেওয়া হল।
Blogger দ্বারা পরিচালিত.