বাম হাত চুলকানো মানেই অর্থের আগমন নয়, রয়েছে অন্য ইঙ্গিতও, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: হাতের তালু চুলকানো খুব খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এই নিয়ে অনেকের মনেই অনেক রকমের ধারণা রয়েছে। অনেকে মনে করেন, বাম হাত চুলকোলে খরচ বাড়ে। আবার অনেকে মনে করেন ডান হাত চুলকোলে অর্থাগম হয়।

বাম হাত চুলকানোর অর্থ হাতের মধ্যে নতুন কোনও শক্তির সঞ্চার হওয়া। এই হাত সাধারণত গ্রহণের কাজে লাগে। অন্যদিকে ডানহাত সব সময়ে কাজে লাগে। তাই বলা হয় যে, বাম হাত গ্রাহকের কাজ করে, আর ডান হাতে কাজ হল দান করা।

সমুদ্রশাস্ত্র অনুসারে, বাঁ হাত চুলকোলে বুঝবেন আপনার জীবনে নতুন কোনও শক্তির প্রবেশ ঘটতে চলেছে। আর ডান হাতের তালু চুলকানোর মানে দেহ থেকে শক্তির ক্ষয় হচ্ছে। সমুদ্রশাস্ত্র আরও জানাচ্ছে যে, শক্তির এই ক্ষয়ের বিনিময়ে আপনার জীবনে কিছুর আগমন হতে পারে, তাও জানান দেয়।
Blogger দ্বারা পরিচালিত.