পোস্ট মর্টেমকে বাংলায় ময়না তদন্ত বলে কেন?জেনে অবাক হবেন


Odd বাংলা ডেস্ক: পোস্ট মর্টেমের বাংলা নাম ময়না তদন্ত। কিন্তু, কেন এই নাম একবারও ভেবে দেখেছেন। পোস্ট মর্টেম অন্ধকার থেকে একটি অজানা কারনকে উদঘাটন করে আলোতে নিয়ে আসে।
কিন্তু, পোস্ট মর্টেম কে ময়না তদন্ত বলা হয় কেন? ময়না পাখির সঙ্গে এর কি সম্বন্ধ? বিষয়টা সকলের কাছে সমান গুরুত্ববহ নয় বটে। চলুন জেনে নেওয়া যাক কেন এই নামকরণ। প্রায় তিন থেকে তেরো রকম ভাবে ডাকতে পারা ময়না পাখি দেখতে অনেকটা মিশমিশে কালো ও তার ঠোঁট খানি হলুদ বর্নের। খালি চোখে অন্ধকারে ময়না পাখিকে প্রায় দেখতে পাওয়া যায় না। কারন এরা নিজের কালো বর্ন কে অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখে। একজন অভিজ্ঞ ব্যক্তিই ময়না পাখির ডাক শুনে বলতে পারে পাখিটি ময়না। অন্ধকারে থাকা ময়নার কন্ঠস্বর শুনে যেমন ময়নাকে আবিষ্কার করা হয়, ঠিক তেমনই পোস্ট মর্টেমের ক্ষেত্রেও অন্ধকারে থাকা অজানা কারনকে সামান্য সূত্র দিয়েই আবিষ্কার করা যায়। বড় বড় রহস্যের সমাধান এই সামান্য সূত্র থেকেই
পাওয়া যায়। খুঁজে পাওয়া যায় প্রকৃত অপরাধীকে, সাথে সাথে মৃত্যুর কারনও। এই জন্যই পোস্ট মর্টেমের বাংলা নাম হয়েছে – ময়না তদন্ত।
Blogger দ্বারা পরিচালিত.